ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ঢাকার রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা

কালের সমাজ | ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৫৭ পিএম ঢাকার রিকশায় আইরিশ ক্রিকেটারদের অন্যরকম অভিজ্ঞতা

শুক্রবার (২৯ নভেম্বর) জীবনের প্রথমবার বাংলাদেশের আলোচিত বাহন রিকশায় ওঠার অভিজ্ঞতা নিলেন আয়ারল্যান্ড ক্রিকেটাররা। সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুপুর ২টা ৩০ মিনিটে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল। এর আগে হঠাৎ মিরপুর স্টেডিয়ামের চত্বরে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। রিকশাগুলোর প্রস্তুতি দেখে কিছুটা আগ্রহী হলেও কেউ কেউ প্রথমবার চড়ার কারণে কিছুটা ইতস্তত করছিলেন। তবে কিছুক্ষণ পরেই আইরিশ মেয়েরা এই ভ্রমণে মজে যান।

রিকশায় বসে মজা করার পাশাপাশি বেশ কয়েকজন ক্রিকেটার চালকদের সঙ্গে ছবি তোলেন। রিকশাগুলো পরে মিরপুরের ফাঁকা রাস্তায় নিয়ে যাওয়া হয়, যেখানে আইরিশ ক্রিকেটাররা ঢাকার ঐতিহ্যবাহী পরিবহনের অভিজ্ঞতা নেন।

উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচ আয়ারল্যান্ডের জন্য সিরিজ রক্ষার সুযোগ, যেখানে তারা নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করবে।


কালের সমাজ/এস কে

Side banner