তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নারী দল। যেখানে ব্যাটে-বলে দাপট দেখিয়ে বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। জবাবে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৫৪ রানের বিশাল জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ডের নারীরা। দলের পক্ষে ওপেনার সারাহ ফোর্বস সর্বোচ্চ ২৫ রান করেন। এছাড়া লরা ডিলানি ২২ ও ওরলা প্রেনডেরগাস্ট ১৯ রান করেন।
আয়ারল্যান্ডের আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন তিনটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। বাকি ৩টি উইকেট আসে রান আউট থেকে।
এর আগে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ঘরের মাঠে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার ফারজানা হক পিংকি ও মুর্শিদা খাতুন। উদ্বোধনী জুটিতে আসে ৫৯ রান।
৩৮ রানে মুর্শিদা ফিরলে এ জুটি ভেঙে যায়। দ্বিতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন ফারজানা ও শারমিন আকতার। ফারজানা ৬১ ও জ্যোতি ২৮ রানে ফেরেন। সতীর্থদের যাওয়া আসার মাঝে একপ্রান্তে লড়তে থাকেন শারমিন।
ইনিংসের শেষদিকে সাজঘরে ফেরেন শারমিন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৬ রানে আউট হন তিনি। শেষদিকে স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারির ১৩ ও ৫ রানের অপরাজিত দুই ছোট্ট ক্যামিওতে বাংলাদেশের বড় সংগ্রহ নিশ্চিত হয়।
এক ইনিংসে ২৫২ রান বাংলাদেশের নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন উইকেটে ২৫০ রান। আয়ারল্যান্ডের হয়ে ফ্রেয়া সারগেন্ট দুটি এবং লরা ডিলানি ও অ্যামি ম্যাগুয়ার একটি করে উইকেট নেন।
কালের সমাজ/এ.স/আ.য
আপনার মতামত লিখুন :