আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে আইরিশদের হোয়াইটওয়াশ করতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। তবে এসব সমীকরণ নিয়ে ভাবতে চান না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ছাড়াও এই সিরিজে নিজেদেরকেই ফেভারিট নামছেন তিনি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, বিশ্বকাপের চিন্তা তো অনেক পরে! এখন আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দেওয়া উচিত। আমাদের হাতে এটাসহ দুইটা দ্বিপাক্ষিক সিরিজ আছে। পয়েন্ট নেওয়া গুরুত্বপূর্ণ। সিরিজ ধরে যদি চিন্তা করি, সেটা ভালো হবে। তাই এই পয়েন্টগুলো নেওয়ার দিকে মনোযোগ থাকবে বেশি।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলবে তিন ম্যাচ। এই ছয় ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপে ১৩ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি খেলবে কি না।
এ বিষয়ে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যদি এখান থেকে ভালো একটা সিরিজ শেষ করতে পারি, দল হিসেবে অবশ্যই পরের সিরিজে আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শুরু করাটা। যদি ভালো একটা শুরু পাই, সেটা ধরে রাখতে পারলে এই দলটি ভালো করতে পারবে।
নারী চ্যাম্পিয়নশিপের শেষ ছয় ম্যাচে তিনটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড। তবে পরিসংখ্যানে বাংলাদেশের সঙ্গে ছয় ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়েছে তারা। তাই নিজেদের কন্ডিশনে তাই আইরিশ মেয়েদের বিপক্ষে খুব বড় চ্যালেঞ্জ দেখছেন না জ্যোতি।
টাইগ্রেস অধিনায়ক বলেন, আয়ারল্যান্ড যেসব ম্যাচ জিতেছে, সবগুলো ঘরের মাঠের কন্ডিশনে জিতেছে। এই কন্ডিশনে ওদের তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। জেতার হার অনেক বেশি কম। ওদের সঙ্গে যতবার খেলেছি, আমাদের জয়ের হার অনেক বেশি। যেহেতু ঘরের মাঠে খেলা, যে কেউ নিজের ঘরের মাঠের কন্ডিশনে বেশিই শক্তিশালী হয়। সাম্প্রতিক সময়ের সিরিজগুলো যদি দেখেন, অস্ট্রেলিয়া ছাড়া আমরা ভালোই খেলেছি। তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই।
তিনি আরও বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যেহেতু আমাদের ৬ পয়েন্ট নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। প্রতিটা ম্যাচ মূল্যবান। আমরা চেষ্টা করব দাপট দেখিয়ে খেলতে। আয়ারল্যান্ড আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে নিচে। যদি আমরা তাদের বিপক্ষে দাপট দেখিয়ে খেলতে না পারি, তাহলে বড় দলগুলোর বিপক্ষে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করব।
কালের সমাজ/এস কে
আপনার মতামত লিখুন :