ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

৭ রানে অলআউট হয়ে আইভরি কোস্টের বিশ্বরেকর্ড

কালের সমাজ | স্পোর্টস ডেস্ক নভেম্বর ২৫, ২০২৪, ০৭:০৩ পিএম ৭ রানে অলআউট হয়ে আইভরি কোস্টের বিশ্বরেকর্ড

আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে সর্বনিম্ন রানে অলআউটের বিশ্বরেকর্ড গড়েছে আইভরি কোস্ট। গতরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইয়ের পঞ্চম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয় আইসিসির সর্বশেষ সদস্য হওয়া আইভরি কোস্ট।

এর আগে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল ১০ রান। সেপ্টেম্বরে সিঙ্গারপুরের বিপক্ষে ১০ রানে গুটিয়ে গিয়েছিলো মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিয়ে, নিজেরাই সেখানে নাম লেখালো আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আইভরি কোস্ট।

ঘরের মাঠ লাগোসে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া। দলের পক্ষে ১৩টি চার ও ২টি ছক্কায় ৫৩ বলে ১১২ রান করেন সেলিম সালাউ।

জবাবে ৭.৩ ওভারে মাত্র ৭ রানে অলআউট হয় আইভরি কোস্ট। দলের সাত ব্যাটার খালি হাতে সাজঘরে ফিরেন। সর্বোচ্চ ৪ রান করেন ওপেনার ওটাটারা মোহামেদ। নাইজেরিয়ার হয়ে বল হাতে ইসাক ড্যানলাডি ও প্রোসপার উসেনি ৩টি করে উইকেট নেন। দারুণ ব্যাটিং-বোলিংয়ে ২৬৪ রানের বিশাল জয় পায় নাইজেরিয়দেস

কালের সমাজ/এস কে

Side banner