বিপিএলে বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক। প্রতি ম্যাচের জন্য ৫০ হাজার টাকা করে পাবেন তারা। অন্যদিকে বিদেশিদের পারিশ্রমিক থাকছে ছয়শ ডলার। বিষয়টি জানিয়েছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।
বর্তমানে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রম। পরিচালকদের মধ্যে কার কী ভূমিকা এ নিয়ে আছে প্রশ্ন। পরিচালক পদে থাকা অনেকেই নিষ্ক্রিয়। এসব আলোচনা সঙ্গী করে দুটি টুর্নামেন্ট আয়োজনের সামনে বিসিবি।
টি-২০ ফরম্যাটের এনসিএলের পরই বিপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিবি। দুটো টুর্নামেন্টকে আকর্ষণীয় আর বিতর্কমুক্ত রাখার চেষ্টা ক্রিকেট বোর্ডের। যে কারণে গুরুত্ব দেয়া হচ্ছে আম্পায়ারিংয়ে। বাড়ছে দেশি আম্পায়ারদের পারিশ্রমিক।
বিপিএলে ম্যাচ পরিচালনার জন্য ফি ধরা হয়েছে ৫০ হাজার টাকা। এতে দেশি-বিদেশিদের মধ্যেব্যবধান কমছে। ক্রিকেট বোর্ড পরিচালক ইফতেখার রহমান বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রথম বছর ২০ হাজার হয়, দ্বিতীয়বারে এটা ২৫ হয়েছে আর তৃতীয় বিপিএলে এটা ৩০ হয়েছে। এবার কিন্তু সেটা ৫০ হাজার হয়েছে। কারণ আমরা বিদেশি ও দেশী আম্পায়ারদের মধ্যে ব্যবধানটা কমিয়ে আনার চেষ্টা করছি।
বিদেশি আম্পায়ারের জন্য ইংল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। এরই মধ্যে সাড়া দিয়েছে লঙ্কান বোর্ড। ১১তম আসরের শুরু থেকেই থাকছে ডিআরএস।
ক্রিকেট বোর্ড পরিচালক আরো বলেন, দুই বছর আগে যে ডিআরএস হয়নি এর কারণ হচ্ছে সঠিক সময়ে আবেদন না করায় টেকনিক্যাল ইকুইপমেন্ট আমরা পাইনি। আমরা কিন্তু ডিআরএস কোম্পানির সঙ্গে ৫ বছরের একটা চুক্তি করে নিয়েছি।
কালের সমাজ/এস কে
আপনার মতামত লিখুন :