চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দুর্দান্ত সূচনা করেও তাইজুল ইসলামের স্পিনে ধসে পড়ে জিম্বাবুয়ে। সোমবার (২৮ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে তাইজুল একাই শিকার করেন ৬ উইকেট, যা তাকে দিনসেরা বোলার বানায়। এছাড়া নাইম হাসান দুটি এবং অভিষিক্ত তানজিম সাকিব একটি উইকেট তুলে নেন।
জিম্বাবুয়ের হয়ে শন উইলিয়ামস করেন ৬৭ রান এবং নিকোলাস ওয়েলচ করেন ৫৪। ওপেনার বেনেট ও কুরান ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি।
প্রথম দুই সেশনে এগিয়ে থাকলেও শেষ বিকেলে টাইগারদের স্পিন আক্রমণের সামনে জিম্বাবুয়ে ব্যাটিং লাইনআপ একপ্রকার ভেঙে পড়ে।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :