ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

কালের সমাজ এপ্রিল ১৯, ২০২৫, ০৮:১২ পিএম বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

নারী বিশ্বকাপের বাছাইপর্বে উত্তেজনার চরম মুহূর্তে শেষ পর্যন্ত হাসি বাংলাদেশ নারীদের মুখেই। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে পড়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি তারা।

থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের টার্গেট ওয়েস্ট ইন্ডিজ টপকে যায় ১০.৫ ওভারে। ম্যাচটি তারা জিতলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হলে তাদের আরও ভালো রানরেটের প্রয়োজন ছিল।

১১তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে টানা চার ও ছক্কা হাঁকালেই মূলপর্ব নিশ্চিত হতো ক্যারিবিয়ানদের। কিন্তু পঞ্চম বলে চার মারার পর ষষ্ঠ বলে সরাসরি ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেও সেটা যথেষ্ট হয়নি।

এই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট দাঁড়ায় ০.৬৩, আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪— ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ জায়গা করে নেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে।

অধিনায়ক হেইলি ম্যাথিউস ও শ্যানেল হেনরির লড়াকু ইনিংসও তাই আজ ক্যারিবীয়দের উদ্ধার করতে পারেনি।

বাংলাদেশের এই সাফল্যে নারী ক্রিকেটে আরও একটি ঐতিহাসিক মাইলফলক যোগ হলো।

 

কালের সমাজ//এ.স//এ.জে

Side banner