ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৫, ০৪:০৬ পিএম বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারত জাতীয় ক্রিকেট দল। এই সফরের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে ‘ম্যান ইন ব্লু’রা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে সাজানো এই সিরিজটি হবে ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে।

সফরের সূচি অনুযায়ী, ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে। প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে ১৭ ও ২০ আগস্ট ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৩ আগস্ট চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে তৃতীয় ওয়ানডে।

একই ভেন্যুতে ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ ঢাকায় হবে ২৯ ও ৩১ আগস্ট।

এই সফরটি বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “এই সিরিজটি আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে অন্যতম রোমাঞ্চকর ও প্রত্যাশিত একটি ইভেন্ট হতে চলেছে। ভারত আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটেই মানদণ্ড তৈরি করেছে। দুই দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতা উপভোগ করবেন বলে আমরা নিশ্চিত।”

তিনি আরও যোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচগুলো ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফলে এবারের সিরিজটিও দারুণ জমজমাট হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে ভারতীয় দল বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলেছিল। সেবার তিনটি ওয়ানডে খেলেছিল তারা। এবার সেই ব্যবধান ঘুচিয়ে আবার ফিরছে দলটি, সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ইতিহাস—বাংলাদেশে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

যদিও আগস্ট মাস সাধারণত বাংলাদেশে ক্রিকেট মৌসুম নয়, তবুও এর আগেও ভারত এই সময়ে সফর করেছে। ২০১৪ সালের জুনে ভারতের সফর এবং ২০১৭ ও ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজগুলো বাংলাদেশের ক্রিকেটে এমন ‘অফ-সিজন’ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত।

 

কালের সমাজ// এ.জে

Side banner