ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ৮, ২০২৫, ০৮:১১ পিএম টাইব্রেকারে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে আবাহনী

ফেডারেশন কাপের রোমাঞ্চকর সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড ঢাকা। মঙ্গলবার (৮ এপ্রিল) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে জয় পায় মারুফুল হকের দল।

ম্যাচের ৪২ মিনিটে ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আবাহনী। সংখ্যাগত ঘাটতির সুযোগ নিয়ে ৫৬ মিনিটে জোনাথনের ক্রস থেকে মজিবর রহমান জনি গোল করে এগিয়ে দেন কিংসকে।

তবে ৮৩ মিনিটে আবাহনী ঘুরে দাঁড়ায়। রাফায়েলের ফ্রি-কিক থেকে গোলরক্ষকের ফিস্ট করা বল থেকে ফিরে আসা বলে আলতো টোকায় গোল করেন বদলি ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে কোনো পক্ষই আর গোল করতে না পারলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে কিংসের হয়ে গোল করেন জোনাথন ও মোরসালিন। তবে রাব্বি হোসেনের শট রুখে দেন আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা এবং ডস সান্তোসের শট চলে যায় বারের ওপর দিয়ে। আবাহনীর হয়ে সফল শট নেন রাফায়েল, এমেকা ও ইব্রাহিম। নির্ভরতা এনে দেন মিতুল, যিনি হন ম্যাচসেরা।

অন্যদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অতিরিক্ত সময়ে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের গোলে জয় নিশ্চিত করে দলটি। ম্যাচসেরা নির্বাচিত হন তিনিও।

এই জয়ের ফলে রহমতগঞ্জ আগামী মঙ্গলবার তৃতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। সেই ম্যাচের বিজয়ী দলই ফাইনালে লড়বে আবাহনীর বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।

প্রসঙ্গত, চলতি মৌসুমে এটি দ্বিতীয়বার কিংসকে হারাল আবাহনী। এর আগে প্রিমিয়ার লিগেও শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে জয় পেয়েছিল তারা। এবার বিদেশি রাফায়েল ও এমেকার সহায়তায় টাইব্রেকারে জয় এনে আবারও সমর্থকদের মুখে হাসি ফোটালো আকাশি-নীলরা।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner