ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ব্রাজিলকে চার গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

কালের সমাজ মার্চ ২৬, ২০২৫, ১০:১৯ এএম

লাতিন আমেরিকার সবচেয়ে ঐতিহ্যবাহী লড়াইগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। বিশ্ব ফুটবলেও এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উন্মাদনার কমতি নেই। যখনই তারা মুখোমুখি হয়, ফুটবল বিশ্ব যেন দুই শিবিরে বিভক্ত হয়ে যায়।

 

বুধবার (২৬ মার্চ) বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ছিল তেমন উত্তেজনা। পূর্ণশক্তির দল নিয়েই প্রতিপক্ষের মাঠে নেমেছিল ব্রাজিল, যদিও গোলবারের নিচে অনুপস্থিত ছিলেন তাদের প্রথম সারির দুই গোলরক্ষক, অ্যালিসন বেকার ও এডারসন। অন্যদিকে, বিশ্বকাপে জায়গা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় তুলনামূলক চাপহীন মেজাজে খেলতে নেমেছিল আর্জেন্টিনা, তাও আবার দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়াই। তবে মেসিবিহীন আর্জেন্টিনাই প্রমাণ করলো তাদের শক্তি—৪-১ গোলে বিধ্বস্ত করল ব্রাজিলকে।

পুরো ম্যাচজুড়ে ব্রাজিলের রক্ষণ ও মাঝমাঠকে একপ্রকার দিশেহারা করে ছাড়ে আর্জেন্টিনা। আক্রমণে আলভারেজ, ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টার ত্রয়ী অসাধারণ নৈপুণ্য দেখান। অন্যদিকে, রদ্রিগো, ভিনিসিউস ও রাফিনহার ব্রাজিলিয়ান আক্রমণভাগ ছিল অনেকটাই নিষ্প্রভ।

 

স্ক্যালোনির শিষ্যরা প্রতিপক্ষের গোলমুখে ৭টি শট নেয়, যেখানে ব্রাজিল পুরো ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে কেবল ৩টি শট নিতে সক্ষম হয়। একমাত্র ম্যাথিয়াস কুনহার শটেই গোলরক্ষক মার্টিনেজ পরাস্ত হন। বল দখলের লড়াইয়েও ব্রাজিল ছিল বেশ পিছিয়ে, এমনকি ৯০ মিনিটে একটিও কর্নার আদায় করতে পারেনি তারা।

প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের প্রত্যাশা থাকলেও আর্জেন্টিনা প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

  • ৪ মিনিট: নিকোলাস টাগলিয়াফিকোর পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন জুলিয়ান আলভারেজ, এগিয়ে যায় আর্জেন্টিনা (১-০)।

  • ১২ মিনিট: এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে আলভারেজ, সেখান থেকে নাহুয়েল মলিনার ক্রসে সহজ ফিনিশিং করেন তিনি (২-০)।

  • ২৬ মিনিট: ব্রাজিলের পক্ষে একমাত্র গোল করেন ম্যাথিয়াস কুনহা। ক্রিশ্চিয়ান রোমেরোর ভুল কাজে লাগিয়ে বল ছিনিয়ে নেন এবং দক্ষতার সঙ্গে গোল করেন (২-১)।

  • ৩৭ মিনিট: কর্নার থেকে ফেরত আসা বলে নিখুঁত চিপ করেন এনজো ফার্নান্দেজ, যেটিতে আলতো পা ছুঁইয়ে ব্যবধান বাড়ান ম্যাক অ্যালিস্টার (৩-১)।

  • ৭১ মিনিট: বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মাত্র তিন মিনিটের মধ্যেই গোল করেন গুইলিয়ানো সিমিওনে, নিশ্চিত করেন আর্জেন্টিনার বড় জয় (৪-১)।

এই ম্যাচের আগেই বলিভিয়া ও উরুগুয়ের গোলশূন্য ড্রয়ের সুবাদে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। তারা এখন ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে।

 

অন্যদিকে, ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে, তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা প্যারাগুয়ে ও কলম্বিয়া। যদিও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা এখনো কম, তবে সাম্প্রতিক পারফরম্যান্স দলটির কোচ, ম্যানেজমেন্ট এবং সমর্থকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

 

কালের সমাজ//এ.জে

Side banner