সাকিব আল হাসান অবশেষে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আবারও স্বীকৃত বোলার হিসেবে বল হাতে নামতে পারবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার।
গত বছর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। এরপর বার্মিংহাম ও চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে দুই দফায় পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি তিনি। এর ফলে সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়।
তবে সম্প্রতি ইংল্যান্ডে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন সাকিব। পরীক্ষায় দেখা গেছে, তার বোলিং অ্যাকশন বৈধতার সীমার (১৫ ডিগ্রি) মধ্যে রয়েছে। ফলে এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নির্ধারিত নিয়ম অনুসারে বল করতে পারবেন তিনি।
সাকিবের এই প্রত্যাবর্তনে বাংলাদেশ দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তার অলরাউন্ড দক্ষতা আবারও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন ভক্তরা।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :