গতকাল থেকেই দর্শকদের মনে বিপিএলের টিকিট নিয়ে ক্ষোভ বিরাজ করছিল। সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে টিকিটের ঘোষণা দেয় বিসিবি। গতকাল সন্ধ্যায় শুরু হয় হট্টগোল। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগেও দেখা গেল হট্টগোল। বেলা ১১টা নাগাদ মিরপুর স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।
এক পর্যায়ে ব্যানার ফেস্টুন ভাঙচুর করে সব এলোমেলো করেন দর্শকরা, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে মেইন গেটেও ভাঙচুর করে বিক্ষুব্ধ দর্শকরা। এতে কয়েকটি লোহার গেট ভেঙে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না।
বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট বিক্রি করার কথা বিসিবির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী। তবে মিরপুর স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হচ্ছে না। মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে।
কালের সমাজ/আ.য
আপনার মতামত লিখুন :