ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ঢাকার বুকে যেন এক টুকরো বিশ্বকাপ

কালের সমাজ | ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:০৫ পিএম অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ঢাকার বুকে যেন এক টুকরো বিশ্বকাপ

এ যেন এক টুকরো ফুটবল বিশ্বকাপ। শুক্রবার ঢাকায় শুরু হওয়া অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪ নামের এই টুর্নামেন্টে কুড়িটির বেশি রাষ্ট্র ও বৈশ্বিক সংস্থা অংশ নেয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ও গেম প্লে যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজক।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-র মাঠে শুক্রবার সকালে দুদিনের এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ নজরুল ইসলাম, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোলডিন, কানাডার হাই কমিশনার অজিত সিং, পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, সৌদি অ্যাম্বাসির উপ রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম, নরওয়ের রাষ্ট্রদূত এবং মালয়েশিয়ার হাই কমিশনারসহ রাশিয়া, নেদারল্যান্ডস ও ইটালিয়ান দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গেম প্লে-র চেয়ারম্যান ফয়সাল তিতুমীর।

এই টুর্নামেন্টে কানাডার হাইকমিশানর অজিত সিং স্বয়ং নিজ দলের অধিনায়কত্ব করছেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয় দল এবং ফিলিস্তিন দূতাবাস দল। ম্যাচে ফিলিস্তিন দল ৪-০ গোলে জয়লাভ করে।

মাত্র দুদিন আগেই নিশ্চিত হওয়া গেছে, ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজক হবে সৌদি আরব। তাই অ্যাম্বাসি ফুটবল ফেস্টে সৌদি আরব দূতাবাস দলের উপস্থিতি ছিল অন্যদের চাইতে সরব। তারা টুর্নামেন্টে এসেছিলেন ফিফা বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা নিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উচ্ছাস প্রকাশ করে সৌদি দূতাবাসের উপ রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আলিব্রাহিম বলেন, "২০৩৪ সালে সৌদি আরবে যে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টটি হতে যাচ্ছে এটি হবে ইতিহাসের সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্টে। এই টুর্নামেন্ট আয়োজন করে আমরা দেখিয়ে দেব আমরা কতটা উদার এবং অতিথিপরায়ণ এক জাতি"।

উদ্বোধনী অনুষ্ঠানে গেম প্লের প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন বলেন, "অ্যাম্বাসি ফুটবল ফেস্ট আয়োজনের মূল লক্ষ্যই হলো শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব প্রোমোট করা"।

গেম প্লে'র চেয়ারম্যান ফয়সাল তিতুমীর বলেন, “ঢাকার বুকে উল্লেখযোগ্য সংখ্যক দেশের অংশগ্রহণে এই অ্যাম্বাসি ফুটবল ফেস্ট বাংলাদেশের সাথে বিশ্ববাসীর সম্প্রীতি ও সৌহার্দের প্রমাণ দেবে। এই উৎসবের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ এখন আগের চাইতেও অনেক বেশি ঐক্যবদ্ধ এবং বিশ্বের সব দেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী"।

শনিবার বিকেলে টুর্নামেন্টের সমাপণী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল।

২০১৮ সাল থেকে এই অ্যাম্বাসি ফেস্ট আয়োজন করে আসছে গেম প্লে। এর অংশ হিসেবে এর আগে চারটি ফুটবল টুর্নামেন্ট ছাড়াও একটি ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করে গেম প্লে। ২০২৩ সালে সবশেষ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। রানার আপ হয়েছিল মার্কিন দূতাবাস।

এবারের পঞ্চম আয়োজনের অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে – স্বাগতিক বাংলাদেশ, মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, অস্ট্রেলিয়ান হাইকমিশন, কানাডিয়ান হাইকমিশন, সৌদি দূতাবাস, পাকিস্তান হাইকমিশন, ভারতীয় হাইকমিশন, রুশ দূতাবাস, জাতিসংঘ, নরডিক (ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের যৌথ দল), ইন্দোনেশিয়া দূতাবাস, মালয়েশিয়া হাইকমিশন, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, ফিলিস্তিন দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, তুর্কি দূতাবাস এবং ইতালিয়ান দূতাবাস।

আইএসডি মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় শনিবার বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন বাংলাদেশ ফুটবল ফেডরেশনের সভাপতি তাবিথ আউয়াল।

অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪ এর টাইটেল স্পন্সর সাউদিয়া এয়ারলাইন্স। কো স্পন্সর ব্রাদার্স ফার্নিচার্স এবং কনকর্ড। হসপিটালিটি পার্টনার দ্য ওয়েস্টিন এবং শেরাটন। আইসক্রিম পার্টনার পোলার। হেলথকেয়ার পার্টনার ইউনাইটেড হেলথকেয়ার, ভেন্যু পার্টনার আইএসডি, হাইজিন পার্টনার পারটেক্স, বেভারেজ পার্টনার ব্রুভানা, মেন্টাল হেলথ ও ওয়েলনেস পার্টনার নিরভানা এবং হাইড্রেশন পার্টনার ড. ওয়াটার। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।

শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচার্সের পরিচালক শরিফুজ্জামান সরকার, গেম প্লের পরিচালক লিটন সরকার, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পিআর ক্লাস্টার ম্যানেজার তুহিনুর সুলতানা, আইএসডির পরিচালক অ্যানি আরিফ এবং নিরভানার সিইও সুমাইয়া আজমি।

 

কালের সমাজ/এস কে

Side banner