ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সাংবাদিকতায় ডায়নামিক ব্যক্তিত্ব আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ

সালাম মাহমুদ এপ্রিল ৯, ২০২৫, ০৮:৫০ পিএম সাংবাদিকতায় ডায়নামিক ব্যক্তিত্ব  আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ

বাংলাদেশের আলোকচিত্র সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ। শুধু পেশাগত দক্ষতাই নয়, পারিবারিক, সামাজিক ও সাংগঠনিক পরিমণ্ডলেও তিনি একজন পরিপাটি, প্রিয় এবং ডায়নামিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

জন্ম ও শৈশব:
১৯৫৪ সালের ১৫ আগস্ট ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম আলহাজ্ব আবদুল মান্নান এবং মাতা মরহুমা রমন বিবি’র ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই মেধাবী ও সুসংগঠিত এই মানুষটি পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।

ফটোসাংবাদিকতার পথচলা:
নুরুদ্দিন আহমেদের ক্যারিয়ার শীর্ষে পৌঁছায় যখন তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব পালনের সুবাদে তিনি বিশ্বের বহু দেশে সফর করেন, যার মধ্যে রয়েছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, রাশিয়া, জাপানসহ প্রায় ৩০টিরও বেশি দেশ।

সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব:
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পাঁচবারের নির্বাচিত সেক্রেটারি জেনারেল হিসেবে তার নেতৃত্ব প্রশংসনীয়। পাশাপাশি তিনি এনটিভি‍‍`র পরিচালক ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্রীড়াঙ্গনে অবদান:
তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য এবং সানরাইজ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সাবেক চেয়ারম্যান হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য।

সমাজসেবা ও আন্তর্জাতিক সংযোগ:
নুরুদ্দিন আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র দর্শক ফোরামের সভাপতি এবং সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চ্যাপ্টারের সম্মানিত সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে চলেছেন। তিনি ধর্মীয় ও সমাজসেবামূলক বহু সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত।

সম্মাননা ও পুরস্কার:
তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • সার্ক গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ – ফটোসাংবাদিকতায় লাইফটাইম অ্যাচিভমেন্ট

  • কুরআন শিক্ষা মিশন সম্মাননা পদক ২০০৯

  • শহীদ জিয়াউর রহমান স্মৃতি পুরস্কার ২০১০

  • জিয়া স্বর্ণপদক ১৯৯৬

  • ললিতকলা একাডেমি স্বর্ণপদক ২০০৩

  • জাতীয় প্রেস ক্লাব সুবর্ণজয়ন্তী ফটো প্রদর্শনী পুরস্কার ২০০৪

  • বাংলাদেশ পর্যটন বিকাশ কেন্দ্র - লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৪

অর্থনীতির বিষয়ে দৃষ্টিভঙ্গি:
তিনি বলেন, "বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত ১৬ বছরের দুর্নীতি এবং অর্থপাচারের ফলে দেশের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সময় এসেছে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নৈতিকতা ও স্বচ্ছতার মাধ্যমে সেই সংকট মোকাবিলা করবে।"

চূড়ান্ত মূল্যায়ন:
সদালাপী, বন্ধুবৎসল, ধর্মভীরু এবং দেশপ্রেমিক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ আজও দেশের মিডিয়া, ক্রীড়া এবং সামাজিক অঙ্গনে এক অনন্য অনুপ্রেরণার নাম। একজন সাংবাদিক, সংগঠক ও উদ্যোক্তা হিসেবে তার অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

কালের সমাজ//এ.জে

Side banner

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর