ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেলো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৯, ২০২৫, ০৩:৪৯ পিএম এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ পেলো ওয়ালটন

বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ও দৃষ্টান্তমূলক বিনিয়োগের স্বীকৃতি হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পেয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এর উদ্বোধনী দিনে (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে এ সম্মাননা পান ওয়ালটন। পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

তিনি বলেন, “টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও উদ্ভাবনী প্রযুক্তি পণ্য উৎপাদনের লক্ষ্যে ওয়ালটন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। দেশেই আমদানি বিকল্প পণ্য তৈরি ও রপ্তানিতে আমরা একের পর এক মাইলফলক তৈরি করছি।”

তিনি আরও জানান, গাজীপুরের কারখানায় ৬.৫ মেগাওয়াট রুফটপ সোলার প্রকল্প চালু করা হয়েছে এবং আরও ১৩.৫ মেগাওয়াট প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ওয়ালটনের লক্ষ্য ৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করা, যা একটি সবুজ ও কার্বন-শূন্য বাংলাদেশের ভিশন বাস্তবায়নে সহায়ক হবে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিতে এগিয়ে থাকতে গবেষণা ও উন্নয়নে নিয়মিত বিনিয়োগ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ওয়ালটন উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, বিগত তিন অর্থবছরে বিনিয়োগ খাতে বিশেষ অবদান রাখায় ওয়ালটন এবার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করলো।

 

কালের সমাজ//এ.জে

Side banner

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর