ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চীনের ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের স্মার্ট পণ্যের ঝলক

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৫, ২০২৫, ০৭:২১ পিএম চীনের ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের স্মার্ট পণ্যের ঝলক

প্রযুক্তির শীর্ষ আয়োজনে এআইওটি ফিচারসমৃদ্ধ হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শন করছে বাংলাদেশের ওয়ালটন ।

চীনের গুয়াংজুতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ১৩৭তম ক্যান্টন ফেয়ার, যেখানে অংশ নিয়েছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এপ্রিলের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই মেগা ট্রেড শো-তে ওয়ালটন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ইন্টারনেট অব থিংস (IoT) ভিত্তিক স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স প্রদর্শন করছে।

ওয়ালটনের আন্তর্জাতিক প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনের হল নম্বর ২.১-এ। সেখানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডারসহ বিভিন্ন স্মার্ট পণ্য প্রদর্শন করা হচ্ছে। এসব পণ্যে রয়েছে উদ্ভাবনী প্রযুক্তি, যেমন— AIoT ফিচার, ইনভার্টার প্রযুক্তি, কনভার্টিবল সিস্টেম, ভয়েস কন্ট্রোল ও মোবাইল অ্যাপ নিয়ন্ত্রণ সুবিধা।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ৬৪৬ লিটার ধারণক্ষমতার মাল্টি-কালার ডিজাইন ও বিগ ডিসপ্লে সমৃদ্ধ সাইড বাই সাইড ফ্রিজ, যা AIoT বেজড ‘ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন (MSO+) ইনভার্টার টেকনোলজি’-তে চালিত। এটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সাশ্রয় করে সর্বোচ্চ কুলিং নিশ্চিত করে।

এছাড়া ইনভার্টার সোলার হাইব্রিড এসি, ডিজিটাল ডিসপ্লে ও ভয়েস কন্ট্রোল ফিচারসহ অত্যাধুনিক এসিগুলোও দর্শনার্থীদের নজর কেড়েছে। ওয়ালটনের এসিগুলোতে রয়েছে R290 ও R600A পরিবেশবান্ধব গ্যাস, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

মেলার উদ্বোধনী দিনে ওয়ালটনের প্যাভিলিয়ন পরিদর্শন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ওয়ালটন গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “ক্যান্টন ফেয়ার হলো বিশ্ববাণিজ্যের একটি বড় প্ল্যাটফর্ম। বিশ্বের নানা দেশের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে ও নতুন বাজার সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওয়ালটন এ মেলাকে ঘিরেই আন্তর্জাতিক বাজারে নতুন নতুন ব্যবসায়িক অংশীদার তৈরি করতে পেরেছে।”

উল্লেখ্য, ক্যান্টন ফেয়ার ১৯ এপ্রিল পর্যন্ত চলবে। এবারে ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে ওয়ালটন। ৬৮ বছর ধরে আয়োজিত এই আন্তর্জাতিক মেলায় ওয়ালটনের অংশগ্রহণ বাংলাদেশের প্রযুক্তি খাতে অন্যতম গৌরবের বিষয় হয়ে উঠেছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner