ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে

কালের সমাজ জানুয়ারি ২৫, ২০২৫, ১২:৪৩ পিএম শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে

শুরায়ী নেজাম বা আলেমদের তত্ত্ববধানে দুই পর্বে অনুষ্ঠিত হবে আগত বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে।

প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ৪৩ জেলার শুরায়ী নেজামের সাথীরা অংশগ্রহণ করবেন এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২১ জেলার শুরায়ী নেজামের সাথীরা অংশগ্রহণ করবেন ।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এমনটি জানিয়েছেন শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

যদিও এর আগে, শুরায়ী নেজামের তত্ত্বাবধানে শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না।  নতুন ঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে ১৪-১৬ ফেব্রুয়ারি টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন।

এদিকে, শুরায়ী নেজাম বা আলেমদের তত্ত্ববধানে ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।

 

কালের সমাজ/এ.জে

Side banner