ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

স্বেচ্ছাশ্রমে পুরোদমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

কালের সমাজ জানুয়ারি ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম স্বেচ্ছাশ্রমে পুরোদমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীর তুরাগ নদের তীরের বিশাল ময়দান প্রস্তুতির কাজ চলছে পুরোদমে। মূল মঞ্চ তৈরি, ১৬০ একরের মূল ময়দানে শামিয়ানা টানানোসহ চলছে খিত্তাভিত্তিক মাইক বাধা ও বৈদ্যুতিক বাতি টানানোর কাজও।

জানুয়ারি ৩১ ও ১,২ ফেব্রুয়ারি ২০২৫ আসন্ন ৫৮তম টঙ্গী বিশ্ব ইজতেমার জন্য মাঠ প্রস্তুতির কাজ এখন শেষ পর্যায়ে।

এদিকে, বিশ্ব ইজতেমা সামনে রেখে প্যান্ডেল নির্মাণের কাজে প্রতিদিন বিপুল সংখ্যক তবলীগ জামাতের সাথী-মুসল্লি, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও নানা শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
 
এ বিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আলহামদুলিল্লাহ! এবার দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথাসময়েই সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ।
 
কাজ দেরিতে শুরু করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে ইজতেমার জন্য মাঠ প্রস্তুতকরণ কাজ আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। মাঝখানে আমাদের যে সমস্ত তাবলীগের সাথী ভাইয়েরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন, সাদপন্থীরা প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে যে জোড় ইজতেমা করার ঘোষণা টঙ্গী ময়দানে দিয়েছিল, তারা সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে, গত ১৭ ডিসেম্বর গভীর রাতে আমাদের প্রস্তুতির কাজে নিয়োজিত সাথীদের মেরে রক্তাক্ত করে, এতে আমাদের তিনজন সাথী নিহত হন এবং শতাধিক সাথী আহত হন।’
 
একজন দুজন নয় শত শত স্বেচ্ছাসেবী শীত উপেক্ষা করে কাজ করছেন টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে।  সম্মিলিত প্রয়াসে কাজ এগিয়ে চলছে প্রস্তুতির কাজ।
 
দ্বীনের কাজে আগত লোকদের মেহমানদারি করা কর্তব্য উল্লেখ করে মুসল্লিরা বলছেন, কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় শ্রম দিচ্ছেন তারা। দ্বীনের এ কাজের অংশীদার হতে পেরে খুশি বলেও জানান তারা।

 

কালের সমাজ/এ.জে

Side banner