মহান আল্লাহ অসীম দয়ালু। তাই তো সব সময় তার কাছে দোয়া করা উচিত। মহান আল্লাহর কাছে চাওয়ার জন্য তিনি আদেশ করেছেন। পবিত্র কোরআনে বলেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিনুন: ৬০)
পবিত্র কোরআন-হাদিসের আলোকে মহান আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার ৩টি গুরুত্বপূর্ণ দোয়া নিচে তুলে ধরা হলো:
ঈমানের সঙ্গে মৃত্যু
প্রত্যেক মুমিনের জন্য ঈমানের সঙ্গে মৃত্যু সবচেয়ে বড় পাওয়া। সারাজীবন নেক আমল করে যদি কেউ ঈমানহীন হয়ে মারা যায়, তাহলে তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। সেজন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি ঈমানি মৃত্যু চেয়ে দোয়া করা উচিত। ঈমানি মৃত্যু চেয়ে অনেক দোয়া করা যায়। পবিত্র কোরআনে বর্ণিত এ সংক্রান্ত একটি দোয়া হলো-
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ (উচ্চারণ: রাব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফ্ফানা মুসলিমিন।)
অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের ধৈর্যদান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন। (সুরা আরাফ: ১২৬)
শারীরিক সুস্থতা
মহান আল্লাহর অন্যতম নেয়ামত শারীরিক সুস্থতা। এটি আল্লাহর দেয়া আমানত। এই নেয়ামত ও আমানতের যথার্থ রক্ষণাবেক্ষণ করা আমাদের কর্তব্য। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘দুইটি নেয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে) অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়।’ (বুখারি: ৬৪১২)
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি। হাদিসে বর্ণিত এরকম একটি দোয়া হলোা-
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ (উচ্চারণ: আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাম-ই, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা।)
অর্থ: হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। (আবু দাউদ: ৫০৯০)
নেক সন্তান
নেক সন্তান মহান আল্লাহর দান। পবিত্র কোরআনে নেক সন্তানের জন্য একটি দোয়া বর্ণিত হয়েছে-
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (উচ্চারণ: রব্বানা হাব্লানা মিন আযওয়াঝিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।)
(অর্থ: হে আমাদের প্রতিপালক! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।) (সুরা ফুরকান: ৭৪)
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :