লাইলাতুল কদরের ফজিলত ও করণীয় আমলসমূহ
লাইলাতুল কদর ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতগুলোর একটি। এটি এমন এক বরকতময় রাত, যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা নিজেই কুরআনে এই রাতের মর্যাদা বর্ণনা করেছেন।লাইলাতুল কদরের ফজিলত ও মাহাত্ম্য১️. এটি হাজার মাসের চেয়েও উত্তমআল্লাহ তাআলা বলেন—لَيْلَةُ ٱلْقَدْرِ خَيْرٌۭ مِّنْ أَلْفِ شَهْر"লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।"