মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার লিমা খানম বলেন, মিরপুরের ‘কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুন লাগার ঘটনা ঘটে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’
মিরপুর-১৪ নম্বর এলাকায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে বহিরাগত ব্যক্তি আগুন দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :