ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘জয় বাংলা’স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর

কালের সমাজ | কালের সামাজ ডেস্ক অক্টোবর ১৭, ২০২৪, ০৬:২৯ পিএম ‘জয় বাংলা’স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী তাকে মারধর করেন। তাকে কিল-ঘুষি লাথি মারেন ক্ষিপ্ত আইনজীবীরা। পরে অন্য কয়েকজন আইনজীবী ফরিদুজ্জামানকে উদ্ধার করে নিয়ে যান।

জয় বাংলা‍‍` স্লোগান দেওয়ায় আইনজীবীকে মারধর

এ বিষয়ে আওয়ামী লীগপন্থি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, উনার ওপর আক্রমণের কথা শুনেছি। মূলত আমরা অন্যান্য আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম।  এসময় তার ওপর আক্রমণ করেছে কয়েকজন। কে করেছে, কারা করেছে, আমি জানি না।

এ বিষয়ে ভুক্তভোগী আইনজীবীর কোনো বক্তব্য নেওয়া যায়নি।


কালের সমাজ/এ.স./সাএ 

Side banner