বিস্ফোরক দ্রব্যের ও সহিংসতা তিন মামলায় খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভোর রাতে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র্যাব-৬ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তার।
দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :