ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

১২৫৪ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৬, ২০২৪, ০৪:৫৯ পিএম ১২৫৪ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক এক্সেলারেট এনার্জি এলপি, ইউএসএ থেকে এই এলএনজি সরবরাহ করতে মোট ব্যয় হবে এক হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

আজ বুধবার (৬ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে সুইজারল্যান্ডের মের্সাস টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (২৩-২৪ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩৩তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬১৮ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৮৮৪ টাকা ৮০ পয়সা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩.১১৯২ মার্কিন ডলার।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সিঙ্গাপুরের গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে আরেক কার্গো (৪-৫ ডিসেম্বর ২০২৪ সময়ের জন্য ৩৪তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৩৫ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৩.৪৭০০ মার্কিন ডলার।

সভায় এলএনজি ছাড়াও চাল, চিনি, গম ও ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

কালের সমাজ/এ.স/আ.য

Side banner