রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক আহমেদ সিদ্দিকসহ মোট আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—শফিক আহমেদ সিদ্দিক, তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, কন্যা বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সাবেক সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।
দুদকের পক্ষ থেকে উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে জানান, রূপপুর প্রকল্পের নামে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি অনুসন্ধান চলমান রয়েছে। এ বিষয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা গোপনে দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহে বাধা সৃষ্টি হবে এবং সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রম বিঘ্নিত হবে। তাই আদালতের অনুমোদনের ভিত্তিতে তাদের বিদেশযাত্রা রোধে স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :