রাখাইন রাজ্যে ত্রাণ পাঠাতে বাংলাদেশ হয়ে মানবিক করিডোর চালুর বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি—এটি সরকার পরিষ্কারভাবে জানাতে চায়। তবে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ এলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ অতীতে বিভিন্ন সংকটে প্রতিবেশীদের পাশে দাঁড়িয়েছে। মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পেও তাৎক্ষণিক সহায়তা পাঠানো হয়েছে, যা তারই প্রমাণ।
তবে প্রেস সচিব আশঙ্কা প্রকাশ করেন, রাখাইনের সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে, যা বাংলাদেশের পক্ষে বর্তমানে সামলানো কঠিন হবে।
তিনি আরও বলেন, রাখাইনে জাতিসংঘ পরিচালিত মানবিক কার্যক্রম সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে সহায়ক হতে পারে। তবে এ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং সরকার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে।
এছাড়া, রাখাইনে করিডোর স্থাপনে বড় কোনো শক্তির জড়িত থাকার যে গুজব ছড়ানো হচ্ছে, সেটিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছেন প্রেস সচিব। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে, যা এই গুজবেরই অংশ।
কালের সমাজ//এ.সং//র.ন
আপনার মতামত লিখুন :