ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট নিষিদ্ধ করলো হাইকোর্ট

কালের সমাজ এপ্রিল ২৯, ২০২৫, ১২:০৬ পিএম বনশ্রীর মেরাদিয়ায় কোরবানির পশুর হাট নিষিদ্ধ করলো হাইকোর্ট


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া এলাকায় এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না—এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।


সোমবার (২৮ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।


আদালতের আদেশের ফলে বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানোর প্রস্তুতি বা কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো।

তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

 

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।


কালের সমাজ//এ.সং//র.ন

Side banner