ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনার বিচার শুরু আগামী মাসেই : প্রধান উপদেষ্টা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২৫, ১২:৩৪ পিএম শেখ হাসিনার বিচার শুরু আগামী মাসেই : প্রধান উপদেষ্টা

আগামী মাসেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রোববার (২৭ এপ্রিল) ‘মুহাম্মদ ইউনূস: রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ?’ শিরোনামে সাক্ষাৎকারটি আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়।


সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই-আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার আগামী মাসের প্রথম দিকে শুরু হবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং ভারতকে তাকে ফেরত পাঠানোর জন্য বলা হয়েছে, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।”


নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি সংস্কারের তালিকা ছোট হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে, আর যদি তালিকা বড় হয়, তবে আগামী বছরের জুনে নির্বাচন হবে। আমাদের লক্ষ্য হল, একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উদাহরণস্বরূপ নির্বাচন উপহার দেওয়া।”


আল জাজিরার উপস্থাপক যখন তাকে প্রশ্ন করেন, “শেখ হাসিনার পতনের পর কি অন্তর্বর্তী সরকারের ‘মধুচন্দ্রিমা’ শেষ হয়েছে?” ড. ইউনূস উত্তরে বলেন, “মধুচন্দ্রিমা শেষ হলেও বাংলাদেশের জনগণ এখনও অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখে। তারা সরকারের সরাসরি ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছে না, বরং সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে সরকারের দৃষ্টি রয়েছে।”


আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে, ড. ইউনূস বলেন, “এ প্রশ্নের উত্তর আওয়ামী লীগকেই দিতে হবে। দলটি সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। তবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হবে।”


রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে কাজ করছি রোহিঙ্গাদের নিরাপদে তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার জন্য।”


কালের সমাজ//র.ন

Side banner