ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চেক বিতরণ

জেলা প্রতিনিধি,রাজবাড়ী এপ্রিল ২৭, ২০২৫, ০৫:০১ পিএম রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চেক বিতরণ

রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‍‍`সি‍‍` ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৭এপ্রিল) সকাল সাড়ে ১১ টার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনে কক্ষে আহতদের মাঝে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসানের সঞ্চালনায় এসময় জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার, ছাত্র প্রতিনিধি মিরাজুল মাজিদ তূর্য, এইচ এম হাসিবুল ইসলাম শিমুল সহ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ সহ জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত ও নিহত হয়েছে তাদের পাশে জেলা প্রশাসন সবসময় পাশে আছে ও থাকবে। 

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত "সি" ক্যাটাগরির ৭১ জনকে প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।


কালের সমাজ//রা.প্র//এ.জে

Side banner