ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি,রাজবাড়ী এপ্রিল ২৬, ২০২৫, ০৭:০৩ পিএম রাজবাড়ীতে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

শনিবার (২৬এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর হাসপাতালের ভেতরে সরকারি নার্সিং ইনস্টিটিউট,

রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ ও রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা যার যার প্রতিষ্ঠানের সামনে মানববন্ধনে দাঁড়ায়।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের ছাত্র মানিক মিয়া, রুমান হোসেন এবং রাজবাড়ী মডেল নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের ছাত্র সজীব মিয়া, রকি প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে হয়।এরপর তিন বছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করতে হয়। কিন্তু চাকরির বাজারে আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা

শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কোন অংশেই ডিগ্রীর যে কম নয় বরং বেশি।কারন আমরা ছয় মাস ইন্টার্নি করে থাকি।তাই আমাদের প্রাণের দাবি আমাদের নার্সিং কোর্স কেস স্নাতক সমান ডিগ্রি দিতে হবে।

 

কালের সমাজ//রা.প্র//এ.জে

Side banner