ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

কালের সমাজ এপ্রিল ২০, ২০২৫, ০১:৫৮ পিএম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপি

নির্বাচন ব্যবস্থা সংস্কার, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত ১০ মার্চ দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করে। ঘোষিত সময় অনুযায়ী, দল নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ ২০ এপ্রিল। এই প্রেক্ষাপটে এনসিপি সময়সীমা অন্তত ৯০ দিন বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।

এনসিপি জানিয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যেসব মৌলিক সংস্কার প্রস্তাব দিয়েছিল, তার কোনো কার্যকর অগ্রগতি এখনও দৃশ্যমান নয়। সংস্কার ছাড়াই রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করায় রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ২০০৮ সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও তৎসংশ্লিষ্ট আইনের বর্তমান শর্তগুলো এনসিপির মতে, অযৌক্তিক, অসাংবিধানিক ও রাজনৈতিক বহুত্ববাদ পরিপন্থী।

এনসিপি নির্বাচন কমিশনে জমা দেওয়া তাদের প্রস্তাবে জেলা পর্যায়ে ১০% এবং উপজেলা পর্যায়ে ৫% কার্যালয় স্থাপনের শর্ত সহজ করার দাবি তোলে। এছাড়াও, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতি পাঁচ বছর পরপর নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করার কথাও প্রস্তাব করেছে দলটি।

বৈঠকে এনসিপি আরও দাবি করে, সংস্কারের আলোকে নির্বাচন কমিশনের পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন ও পূর্ববর্তী নিবন্ধিত দলগুলোর হালনাগাদ কার্যক্রম অবিলম্বে শুরু করা প্রয়োজন। একইসঙ্গে, নির্বাচন কমিশন সংক্রান্ত মৌলিক সংস্কার এবং নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি এখন সময়ের দাবি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক জনসভায় জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। তথ্য উপদেষ্টার পদ থেকে সরে আসা নাহিদ ইসলাম দলটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্য সচিব হিসেবে ঘোষিত হন। ২১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিসহ দলটি এবারই প্রথম নির্বাচন কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসলো।

 

কালের সমাজ// আ.ট/এ.জে

Side banner