গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫ নং কাশালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড নিশ্চিন্তপুর ইউপি সদস্য ও কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক সুজন টিকাদার, আওয়ামী লীগের পদসহ সকল রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে সংবাদ সম্মেলন করেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি) দক্ষিণ অঞ্চল প্রধান কার্যালয় জলিরপাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সুজন টিকাদার তার লিখিত বক্তব্যে বলেন, আমি সুজন টিকাদার, কাশালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নিশ্চিন্তপুর, মুকসুদপুর, গোপালগঞ্জ। দেশ ও জাতির কল্যাণে, বাংলাদেশ আওয়ামী লীগ কাশালিয়া ইউনিয়ন শাখা সহ আওয়ামীলীগের সকল পদ পদবী হইতে সজ্ঞানে আজ হইতে অব্যাহতি নিলাম। বাংলাদেশ আওয়ামীলীগের অধিকাংশ কর্মকান্ড জনগণের সম্মুখে প্রশ্নবিদ্ধ হওয়াতে নিজের ও আমাদের ইউনিয়নের জনগণের কল্যাণে এবং সম্মানের দিকে তাকিয়ে সকল পদ হইতে, নিজেকে আজ থেকে আজীবনের জন্য অব্যহতি গ্রহণ করলাম ।
কালের সমাজ// মু .প্র//এ.জে
আপনার মতামত লিখুন :