ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
বৈঠকে সন্তুষ্ট নন

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের

কালের সমাজ এপ্রিল ১৭, ২০২৫, ০৪:৩০ পিএম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির বিষয়ে কোনো সন্তোষজনক সমাধান না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম জানান, "আজকের বৈঠকে আমাদের কোনো আশানুরূপ সমাধান দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, "অথবা আমাদের ডাকলেও কার্যকর কোন পদক্ষেপ দেখা যায়নি। এর ফলস্বরূপ, দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একত্রিত হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবে।"

তিনি উল্লেখ করেন, আন্দোলনের কর্মসূচি আগের মতোই চলতে থাকবে এবং জনদুর্ভোগ কমানোর চেষ্টা করা হবে। তবে, বর্তমানে ব্লকেড কর্মসূচি শিথিল থাকলেও, পরিস্থিতি অবনতির 경우 তাদের পরবর্তী কঠোর কর্মসূচির ব্যাপারে শিগগিরই জানানো হবে।


কালের সমাজ// এ.জে

Side banner