ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৫, ০৫:৪৬ পিএম জুলাইয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি আনোয়ারুল

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম জানান, সরকার ঘোষিত সময় ধরে জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

তিনি জানান, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে সংলাপ করবে কমিশন। তফসিল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার চিন্তা করছে ইসি।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner