ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ৪ অঞ্চলে

কালের সমাজ এপ্রিল ১৬, ২০২৫, ১০:৫০ এএম দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা ৪ অঞ্চলে

দেশের চারটি অঞ্চলে আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোরে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে দেয়া পূর্বাভাসে আরও জানানো হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner