যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা তিন দিনের সফরে আজ (১৬ এপ্রিল) ঢাকায় আসছেন। তারা হলেন—দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিক এবং পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিকোল এন চুলিক প্রথমে ঢাকায় পৌঁছাবেন এবং পরে আলাদা ফ্লাইটে ঢাকা আসবেন অ্যান্ড্রু হেরাপ ও মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন।
সূত্র জানায়, এই সফরে মূলত বাংলাদেশে চলমান গণতান্ত্রিক উত্তরণ, সাংবিধানিক সংস্কার প্রক্রিয়া, এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মিয়ানমার পরিস্থিতি, বিশেষ করে রোহিঙ্গা সংকট ও প্রতিবেশী দেশগুলোর ওপর এর প্রভাব, গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে যাচ্ছে।
এই সফরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে, কারণ এটি ট্রাম্পের শপথ নেওয়ার পর (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের প্রথম সফর।
নিকোল চুলিক ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় গণতান্ত্রিক সংস্কার এবং এর বাস্তবায়নে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া, তিনি বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের সফরের মূল ফোকাস মিয়ানমার পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা। মিয়ানমারের নিয়ন্ত্রণহীন অঞ্চলগুলো এখন মাদক চোরাচালান, মানবপাচার, অবৈধ অস্ত্র ব্যবসা ও বিদেশি নাগরিকদের অপহরণসহ নানা অপরাধের আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। এ সকল বিষয় আলোচনায় উঠে আসবে।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (IPS) বাস্তবায়নে মিয়ানমার পরিস্থিতিকে বড় বাধা হিসেবে দেখছে হোয়াইট হাউস। কারণ দেশটির অরাজকতা শুধু অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক সংকটকে জটিল করে তুলছে।
এই প্রেক্ষাপটে ঢাকায় আসা দুই শীর্ষ মার্কিন কর্মকর্তার সফরকে শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার নয়, বরং আঞ্চলিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্গঠন হিসেবেও দেখা হচ্ছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :