দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় এবং ফলপ্রসূ করতে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান ও নতুন উদ্যোগ গ্রহণে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এই লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সোমবার (১৪ এপ্রিল) তুরস্কের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তুরস্ক বাংলাদেশকে তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মতোই সহযোগিতার বিস্তৃত সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
আশা করা হচ্ছে, এই সহযোগিতামূলক প্রচেষ্টা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে।
উল্লেখ্য, ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরাম’-এ অংশ নিতে তুরস্ক সফর করেছেন বাংলাদেশের দুই উপদেষ্টা। সোমবার দিবাগত রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :