ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা শুরু

ঢাবি প্রতিনিধি এপ্রিল ১৪, ২০২৫, ০৯:৩৮ এএম বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা শুরু

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান” এই প্রতিবাদী ও সংস্কৃতিমনা প্রতিপাদ্য সামনে রেখে চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ৫ মিনিটে শোভাযাত্রা যাত্রা শুরু করে।

সকাল থেকেই পুরো ক্যাম্পাস মুখর ছিল রঙে, রূপে আর রমণীয় বাঙালিয়ানায়। চারুকলার শিক্ষার্থীদের হাতে তৈরি রঙিন মুখোশ, মাটির পাখি, বিশাল কাঠের কাঠামোয় তৈরিকৃত বাঘ, মাছ, ময়ূর আর লোকজ মোটিফে সাজানো নানা শিল্পকর্ম নজর কাড়ে সবার।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি হয়ে পুনরায় চারুকলায় এসে শেষ হয়। এতে অংশ নেয় হাজারো মানুষ—শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। কাঁসার ঘণ্টা, ঢাক-ঢোল আর বাঁশির সুরে পুরো পথজুড়ে বাজে বর্ষবরণের ঐকতান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিরাপত্তার জন্য নির্ধারিত প্রবেশপথ—নীলক্ষেত ও পলাশী মোড়—ব্যবহার করতে বলা হয়েছিল অংশগ্রহণকারীদের। নিরাপত্তা ব্যবস্থাও ছিল ব্যাপক।

এই শোভাযাত্রা শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, এটি প্রতিবাদ, একাত্মতা ও ঐক্যের প্রতীক—বাঙালি সংস্কৃতির প্রাণপ্রবাহে এক অনন্য সংযোজন।

শুভ নববর্ষ ১৪৩২!

 

কালের সমাজ// এ.জে

Side banner