বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক গৌরবোজ্জ্বল উৎসব, যা জাতিগত ঐক্য ও মহা-পুনর্মিলনের প্রতীক। বংশ, ধর্ম কিংবা বর্ণ নির্বিশেষে, এই দিনটি আমাদের মাঝে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার এক নতুন চেতনা সৃষ্টি করে।”
তিনি আরও বলেন, “নতুন বছরকে কেন্দ্র করে মানুষ বিগত বছরের দুঃখ-কষ্ট ভুলে গিয়ে আশাবাদ ও নতুন অঙ্গীকারে উদ্বুদ্ধ হয়। এটি আমাদের জাতিগত চেতনাকে আরও দৃঢ় করে।”
বাংলা নববর্ষের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে ড. ইউনূস বলেন, “মুঘল সম্রাট আকবর কৃষির সুবিধার্থে বাংলা সনের প্রচলন করেন, যা ‘ফসলি বছর’ নামে পরিচিত ছিল। সময়ের পরিক্রমায় এই সন পরিণত হয়েছে বাঙালির ধর্মনিরপেক্ষ ঐক্যের অন্যতম প্রতীক হিসেবে।”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থান বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাংলাদেশ গঠনের দ্বার উন্মোচন করেছে। এ নববর্ষ হোক আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতীক, একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।”
শেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, “নতুন বছরকে আশার আলোয় স্বাগত জানাই। আসুন, আমরা অতীতের ক্লান্তি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাই—ভবিষ্যতের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গড়ার প্রত্যয়ে।”
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :