ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিককে।
রবিবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
সম্প্রতি মডেল ও “মিস আর্থ বাংলাদেশ” বিজয়ী মেঘনা আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি।
তাকে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্ন, মিথ্যাচার ছড়িয়ে আন্তর্জাতিক সম্পর্ক নষ্টের চেষ্টার অভিযোগে আটক দেখানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হলে ডিবির ওপর চাপ বাড়ে, এবং তার প্রেক্ষিতেই এই রদবদল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, রেজাউল করিম মল্লিক ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্বে আসেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :