দেশের শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের নতুন দরের ঘোষণা আজ (রোববার) দেওয়া হবে। বিকেলে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি) এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য ৩০ টাকা দরে বিল প্রদান করছেন। এ হার বিদ্যমান শিল্পের জন্য অপরিবর্তিত থাকতে পারে। তবে নতুন সংযোগের ক্ষেত্রে এই হার ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে বলে জানা গেছে।
এর আগে পেট্রোবাংলা শিল্পখাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী:
বিদ্যমান শিল্প ও ক্যাপটিভ: যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা অপরিবর্তিত।
নতুন ও প্রতিশ্রুত গ্রাহক: দামের হার বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার সুপারিশ করা হয়।
প্রতিশ্রুত গ্রাহক (অনুমোদিত কিন্তু সংযোগ হয়নি): অর্ধেক গ্যাস বর্তমান দরে, বাকিটা ৭৫.৭২ টাকায়।
পেট্রোবাংলার এই প্রস্তাবের ওপর গত ২৬ ফেব্রুয়ারি বিইআরসি শুনানি গ্রহণ করে। শুনানিতে ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তীব্র আপত্তি জানান। তারা বলেন, একই শিল্পখাতে দুটি ভিন্ন দর নির্ধারণ করলে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হবে, যা শিল্পখাতের জন্য ক্ষতিকর।
এ বিষয়ে এক ব্যবসায়ী নেতা বলেন,"বিদ্যমান শিল্প যদি কম দামে গ্যাস পায় আর নতুন শিল্পকে বেশি দামে কিনতে হয়, তাহলে প্রতিযোগিতা অসম হয়ে যাবে। এতে দেশের শিল্পখাতের বিকাশ বাধাগ্রস্ত হবে।"
পেট্রোবাংলা জানিয়েছে, দাম না বাড়ানো হলে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হবে। তবে এ ঘাটতির সমাধানে ব্যবসায়ীদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া যৌক্তিক নয় বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।
আজকের ঘোষণায় কী সিদ্ধান্ত আসে, তা নিয়ে শিল্প উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :