ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার হবে ‘আনন্দ শোভাযাত্রা’

কালের সমাজ এপ্রিল ১১, ২০২৫, ১১:৩৮ এএম পহেলা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, এবার হবে ‘আনন্দ শোভাযাত্রা’

পহেলা বৈশাখ উপলক্ষে এবছর আর ‍‍`মঙ্গল শোভাযাত্রা‍‍` নয়, বরং হবে ‘আনন্দ শোভাযাত্রা’। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।

নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের পেছনে সাংস্কৃতিক আবহ ও ধর্মীয় সংবেদনশীলতার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানা গেছে। তবে ‘আনন্দ শোভাযাত্রা’র মূল আয়োজন, রঙ-বেরঙের মুখোশ, শিল্পকর্ম ও বর্ণিল আয়োজন থাকবে আগের মতোই।

উল্লেখ্য, বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়, যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এবার শুধুমাত্র নাম পরিবর্তন হলেও উৎসবের চিরায়ত ঐতিহ্য ও রূপ বজায় থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

 

 

 

কালের সমাজ//এ.জে

Side banner