বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে রাজধানী ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সকাল সাড়ে ১০টার দিকে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেন ড. ইউনূস। এতে করে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন মাইলফলকের দিকে অগ্রসর হলো বলে মন্তব্য করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সম্মেলনের প্রথম দুই দিনে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি কয়েকটি বিদেশি ব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ঋণ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে।
এদিকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কার্যক্রমের জটিলতা হ্রাস ও জ্বালানি নীতির পুনর্গঠনের ঘোষণা দিয়েছে।
উদ্বোধনী আয়োজনে পাঁচজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিনিয়োগে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। এছাড়া কয়েকজন বিদেশি বিনিয়োগকারী বক্তব্য দেন এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর (MoU) হয়।
সম্মেলনে ইয়ুথ এন্টারপ্রেনারশিপ মেলারও আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা সেখানে আর্লি স্টেজ স্টার্টআপগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।
দ্বিতীয় ধাপে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা হবে এবং সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তুতিও রয়েছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :