ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৭, ২০২৫, ০৫:৩৮ পিএম গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত বর্বর হামলা, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে ঘনবসতিপূর্ণ বেসামরিক গাজা এবং আশপাশের এলাকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও গণহত্যার নিন্দা জানাচ্ছে। ইসরায়েলের এসব কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের চরম লঙ্ঘন।”

বাংলাদেশ অবিলম্বে গাজায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

একইসঙ্গে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছে, “গাজার নিরীহ জনগণের জীবন রক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।”

বাংলাদেশ সরকার আবারও ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। একই সঙ্গে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।

ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাবি শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন, এবং প্রতীকী কর্মসূচি হিসেবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ রাখা হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন।

 

কালের সমাজ//এ.জে

Side banner