ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঈদের ট্রেনযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৫, ১০:২৫ এএম ঈদের ট্রেনযাত্রা শুরু

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রা শুরু হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এর মধ্য দিয়ে শুরু হলো ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ট্রেনযাত্রা।

এছাড়া দেশের বিভিন্ন রুটে চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় পরিচালিত হচ্ছে। যারা আজ যাত্রা করছেন, তারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন ১৪ মার্চ থেকে ২০ মার্চের মধ্যে।

বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুরসহ দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় পুলিশ ও র‍্যাব সার্বক্ষণিক তদারকির দায়িত্ব পালন করছে।

এদিকে, ঈদ এখনও কয়েকদিন বাকি থাকলেও ভিড় এড়াতে অনেকেই আগেভাগেই রওনা দিচ্ছেন। ট্রেনে পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অনেক যাত্রী জানিয়েছেন, আগেভাগে যাওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner