ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

আজ কালবৈশাখীর সম্ভাবনা যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৫, ১১:২৪ এএম আজ কালবৈশাখীর সম্ভাবনা যেসব এলাকায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—
ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আগামীকাল (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস:
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া পরিবর্তনের কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner