চৈত্রের তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এমন পরিস্থিতিতে দেশের তিনটি অঞ্চলে সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যেই দেশের কয়েকটি জেলায় বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী বিভাগের সব জেলা, খুলনা বিভাগের উত্তরাঞ্চল এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
এছাড়া, সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায়ও তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
কালের সমাজ/ এ.জে
আপনার মতামত লিখুন :