ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের এই আগ্রাসনে বহু নিরীহ বেসামরিক মানুষ বিশেষ করে নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে। এতে সংকটাপন্ন অঞ্চলের মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো এই সহিংসতা বাংলাদেশ সরকার কঠোর ভাষায় নিন্দা জানায়।
ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলের নির্বিচারে বিমান হামলা মানবিক বিপর্যয় আরও তীব্র করছে বলে উল্লেখ করে বাংলাদেশ সরকার অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
এছাড়া, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে, যেন দ্রুত এই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, বেসামরিক মানুষের জীবন রক্ষা করা হয় এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হয়।
বাংলাদেশ তার নীতিগত অবস্থান বজায় রেখে ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকার ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংলাপের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ কূটনৈতিক ও শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিন ইস্যুর স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ মার্চ) সেহরির সময় ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালায়। এতে চার শতাধিক মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :