ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৫, ০৫:৪৫ পিএম বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি সরকার। হোটেল বুকিং, এয়ার টিকিটসহ সৌদির অনুমোদিত ওমরাহ এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলেই ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ধর্মসচিবকে নিশ্চিত করেছেন যে ওমরাহ ভিসা বন্ধ হয়নি। তবে বাংলাদেশি এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যারা বিমানের টিকিট কাটার পরও যেতে পারেননি, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেওয়া হবে। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজানে যেতে চেয়েও পারেননি, তারা আগামী জুলাইয়ে যেতে পারবেন।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, এবার ওমরাহ যাত্রীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সৌদি কর্তৃপক্ষ ভিসা নিয়ন্ত্রণ করছে, তবে দূতাবাস কোনো অনিয়ম করছে না।

এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এ ধরনের অভিযোগ অতিরঞ্জিত। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও জানান, মাজারে হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হিজবুত তাহরীরের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

 

কালের সমাজ// এ.জে

Side banner