জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি নেপালে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। গতকাল রোববার এ বিষয়ক আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আদেশে সেখানে বলা হয়েছে, পূনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন তিনি। এরফলে, ২ বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা মোহাম্মদ আব্দুল মুহিতের স্থলাভিষিক্ত হচ্ছেন, সালাহউদ্দীন নোমান। ডিসেম্বরে অবসরে যাচ্ছেন রাষ্ট্রদূত মুহিত।
এদিকে সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগী সংস্থা- ওআইসিতে স্থায়ী মিশন চালু করতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে ওআইসির স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক এম জে এইচ জাবেদকে নিয়োগ দেয়া হয়েছে। এরইমধ্যে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে তিনিই হবেন ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম রাষ্ট্রদূত।
কালের সমাজ/এ.স./সাএ
আপনার মতামত লিখুন :